সমাজের অবহেলিত জনগোষ্ঠির কল্যাণ সাধনে এপেক্সিয়ানরা কাজ করে যাচ্ছেন —————- এপেক্স জাতীয় সভাপতি

66

এপেক্স ক্লাবস অব বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল বলেছেন, সমাজের অবহেলিত জনগোষ্ঠির মৌলিক চাহিদা পূরণে এপেক্সিয়ানরা কাজ করে যাচ্ছেন। দারিদ্র্য পীড়িত মানুষের কল্যাণ সাধন ও তাদের ভাগ্যোন্নয়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি নব নির্বাচিত এপেক্স ক্লাবসের জাতীয় পরিষদকে সহযোগিতার জন্য সকল এপেক্সিয়ানদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি গত ১ ফেব্র“য়ারী বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি হোটেলে এপেক্স ক্লাবস অব বাংলাদেশ জেলা-৪ এর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল, জাতীয় সহ সভাপতি এপেক্সিয়ান এম এ কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক, লাইফ মেম্বার এপেক্সিয়ান এডভোকেট এম এ কুদ্দুস, এপেক্স এর জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান জাহাঙ্গীর আলম, আইপিডিজি এপেক্সিয়ান এডভোকেট মিসবাউর রহমান আলম, নির্বাহী সেক্রেটারী এপেক্সিয়ান আহমদ জাকারিয়া ও বেষ্ট এপেক্সিয়ান ২০১৭ এপেক্সিয়ান মোঃ শাহেদুর রহমানের সম্মানে এপেক্স ক্লাব অব বাংলাদেশ জেলা-৪ এর গভর্ণর এপেক্সিয়ান এডভোকেট মাসুম আহমদের সভাপতিত্বে ও সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্ণর ও পিএনপি এপেক্সিয়ান এডভোকেট আব্দুল খালিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এপেক্স বাংলাদেশের লাইফ গভর্ণর এপেক্সিয়ান এডভোকেট এ কে এম শমিউল আলম, পিএনপি এপেক্সিয়ান রমিজ উদ্দিন, পিএনপি এপেক্সিয়ান চন্দন দাশ, পিডিজি মোঃ আক্তার হোসেন খান, পিডিজি এপেক্সিয়ান গিয়াস উদ্দিন।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এপেক্সিয়ান আব্দুল হান্নান, এপেক্সিয়ান এডভোকেট মোঃ আতিকুর রহমান সাবু, এপেক্সিয়ান এডভোকেট মোঃ এমদাদুল হক, এপেক্সিয়ান এনায়েতুর রহমান, এপেক্সিয়ান এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, এপেক্সিয়ান এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এপেক্সিয়ান ইফতেখার হোসেন মনি, এপেক্সিয়ান এডভোকেট জয়ন্ত চন্দ্র ধর, এপেক্সিয়ান এমদাদুর রহমান, এপেক্সিয়ান সায়েক খান, এপেক্সিয়ান জিডি রুমু, এপেক্সিয়ান এডভোকেট জালাল উদ্দিন, এপেক্সিয়ান আবু হানিফ তুহিন প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন এপেক্সিয়ান হুশিয়ার আলম। বিজ্ঞপ্তি