সাইফুল ইসলাম মৌলভীবাজার থেকে :
শ্রীমঙ্গলে আবারও শৈত্যপ্রবাহ বয়ে চলছে। কমতে শুরু করেছে তাপমাত্রা। ইতোমধ্যে মৌলভীবাজার জেলার হাওর বেষ্টিত গ্রাম এলাকা যেমন হাকালুকি হাওর, হাইল হাওর ও কাউয়াদীঘি হাওরসহ চা বাগান এলাকায় চা শ্রমিকরা শীত দেখা দিয়েছে। এটা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল আবহাওয়া অফিস।
২৮ জানুয়ারি রবিবার দেশের সর্বনি¤œ তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস (কুড়িগ্রামের রাজারহাটে)। শ্রীমঙ্গলে সর্বনি¤œ তাপমাত্রা ছিল ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গত শনিবার (২৭ জানুয়ারি) দেশের সর্বনি¤œ তাপমাত্রা শ্রীমঙ্গলে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ছিল।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হারুন অর রশীদ রবিবার সকাল সাড়ে ৯ টায় বলেন, ‘তাপমাত্রা কমায় শীত ধীরে ধীরে বাড়ছে। সারাদেশেই শীতের প্রকোপ বাড়বে। কয়েকটি স্থানে শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে, এটা আরও বিভিন্ন স্থানে ছড়াতে পারে।’
তিনি আরও বলেন,‘খাতা-কলমের হিসাব অনুযায়ী, বাংলা পৌষ ও মাঘ মাস হচ্ছে শীতকাল। শীত ঋতুর শেষ মাস মাঘের ১৫ তারিখ।’
হারুন অর রশীদ বলেন, ‘শ্রীমঙ্গলের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।’