এপেক্স ক্লাব অব শাহপরান সিটির সেক্রেটারী এপেক্সিয়ান গোলাম আছাদ জুয়েল গত ২৪ জানুয়ারী হৃদরোগে আক্রান্ত হয়ে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। তিনি মা-বাবা, স্ত্রী, ভাই-বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের এপেক্সিয়ান গোলাম আছাদ জুয়েল নামাজে জানাযা গতকাল ২৫ জানুয়ারী বৃহস্পতিবার বাদ জোহার হযরত শাহজালাল (রহ.) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে দরগা কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এপে. সৈয়দ মোয়াজ্জেম হোসেন সেবুল, লাইফ গভর্ণর ও সিলেট জেলা বারের সাবেক সভাপতি এপে. এডভোকেট এ.কে.এম সমিউল আলম, পাস্ট ন্যাশনাল প্রেসিডেন্ট এপে. রমিজ উদ্দিন, ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর এপে. জাহাঙ্গীর আলম খুর্শিদ, জেলা গভর্ণর এপে. এডভোকেট মাসুম আহমদ, সদ্য অতিত জেলা গভর্ণর এপে. এডভোকেট মিসবাহুর রহমান আলম, অতিত জেলা গভর্নর এপে. এডভোকেট গিয়াস উদ্দিন ও এপে. আহমদ জাকারিয়া, ন্যাশনাল অফিসিয়াল এপে. আদিল হোসেন ও এপে. ইফতেখার মনি, এপেক্স ক্লাব অব শাহপরান সিটির পাস্ট প্রেসিডেন্ট এপে. ময়নুল ইসলাম খান শায়েক, ন্যাশনাল অফিসিয়াল এবং এপেক্স ক্লাব অব শাহপরান সিটির আইপিপি এপে. মাহবুবুর রহমান এরশাদ, প্রেসিডেন্ট এপে. আবুল কালাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপে. সৈয়দ আকরাম আল সাহান, ফিলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপে. মোঃ মিজানুর রহমান, সার্জেন এট আর্মস এপে. ইমদাদুল ইসলাম পাপ্লু, এপেক্স ক্লাব অব বিশ^নাথের পাস্ট প্রেসিডেন্ট এপে. এডভোকেট কবির আহমদ বাবর, এপেক্স ক্লাব অব সাউথ সুরমার আই.পি.পি এপে. রকিব আলী খান, এপেক্স ক্লাব অব গ্রীন হিলসের সেক্রেটারী এপে. এডভোকেট মানিক উদ্দিন, এপে. বাবরুল হুসেন বাবুল, এপেক্স ক্লাব অব সিলেটের পাস্ট প্রেসিডেন্ট এপে. বাবুল মিয়া, প্রেসিডেন্ট এপে. তাহেদুর রহমান, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শাহপরান থানা শাখার সহ সভাপতি কবি অধ্যাপক নাজমুল আনসারী, এপে. সুহেল আহমদ প্রমুখ। এছাড়াও রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক, আত্মীয়-স্বজন, আলেম-উলামা সহ সকল শ্রেণি-পেশার মানুষ জানাযায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি