হরতাল-অবরোধে আইন শৃংখলা বিষয়ক সভায় ৮ সিদ্ধান্ত

33

২০ দলীয় জোটের ডাকা টানা হরতাল-অবরোধে গতকাল মঙ্গলবার বিকেল ৪ টায় কর্মকর্তাদের নিয়ে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃংখলা বিষয়ক এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় মানুষের জানমাল নিরাপত্তার জন্য সংশ্লিষ্টদের পক্ষ থেকে ৮টি সিদ্ধান্ত গৃহিত হয়েছে। সিদ্ধান্তগুলো হচ্ছে- পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ সকল আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে। সিএনজি স্টেশন ও পেট্রোল পাম্পগুলোতে নিজস্ব লোকবলের দ্বারা নিরাপত্তা বাড়াতে হবে এবং আইন-শৃংখলা বাহিনীর টহল জোরদার করতে হবে। এ পর্যন্ত যে সকল গাড়ী পোড়ানো হয়েছে তার ক্ষতিপূরণের পরিমাণ বিআরটিএ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জেলা প্রশাসক কর্তৃক প্রধান মন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হবে। প্রতিদিন রাত ৯ টার পর সকল রোডের বাসসহ দূর পাল্লার যানবাহন চালানো বন্ধ থাকবে। মোটর সাইকেলে আরোহী ব্যতীত কোন ব্যক্তি চলাচল করতে পারবে না। সিএনজি ষ্টেশনগুলোতে সিলিন্ডারে নেটিং এর ব্যবস্থা করতে হবে এবং আরএমএস এর লাইনে জালালাবাদ গ্যাস ফিল্ড কর্তৃক ওয়াল নির্মাণের ব্যবস্থা করতে হবে। সকল সরকারী অফিস, ব্যাংকগুলোতে নিজস্ব ব্যবস্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং প্রতিদিন বিকেল ৫ টা থেকে রাত ১১ টা পর্যন্ত সিএনজি ষ্টেশনগুলোতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী কর্তৃক পাহারার ব্যবস্থা করতে হবে। গতকাল জেলা ম্যাজিস্ট্রেট সিলেট এর পক্ষ থেকে সহকারী কমিশনার আসমা মোজ্জাম্মেল এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি