স্টাফ রিপোর্টার :
সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক থাকা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ-জেএমবি’র জঙ্গি সাব্বির হোসেন দুলালের মৃত্যু হয়েছে। জঙ্গি দুলাল ব্রাহ্মনবাড়িয়ার মোহাম্মপুর গ্রামের মৃত আব্দুল হক শাহের পুত্র। মমঙ্গলবার বেলা ১টায় সিলেট ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল।
জেল সুপার আবদুল জলিল জানান, দুলাল মূলত হার্টের রোগী ছিলেন। ইতোপূর্বে তাকে ৩ দফা ওসমানী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তিনি বুকে ব্যথা অনুভব করেন। এরপর বেলা ১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি তার পরিবারকে জানানো হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরী ও ময়না তদন্ত শেষে তার লাশ আজ বুধবার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। সিনিয়র জেল সুপার জানান, ৫০ বছর বয়সী জেএমবি সদস্য দুলাল ২০০৬ সাল থেকে সিলেট ও ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। তিনি সিলেটে দুটি এবং ঢাকায় একটি বিস্ফোরক মামলার আসামী। তিনটি মামলায় এখনো বিচারাধীন। গত বছরের ১৫ মার্চ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সিলেট কারাগারে আসেন দুলাল।