কমিউনিটি হেলথ কেয়ার প্রোপাইডার (সিএইচসিপি) চাকুরী জাতীয়করণের দাবিতে সারাদেশে ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেটের ১২ উপজেলার কর্মরত সিএইচসিপিরা অবস্থান কর্মসূচি পালন করেছে।
গতকাল ২৩ জানুয়ারি মঙ্গলবার নগরীর চৌহাট্টস্থ সিলেট সিভিল সার্জন অফিসের সামনে এক দফা দাবী বাস্তবায়নের দাবিতে জেলার ১২টি উপজেলার ২৫৭টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিরা অবস্থান কর্মসূচী পালন করে। কর্মসূচিতে স্থানীয় ও কেন্দ্রিয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গত ২০, ২১ ও ২২ জানুয়ারী নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান করে কর্মবিরতি পালন করে সিএইচসিপিরা।
অবস্থান কর্মসূচিত চলাকালে বক্তব্য রাখেন সিলেট সিএইচসিপি এসোসিয়েশনের বিভাগীয় সমন্বয়ক ছায়ফুল আলম রোকন, দেলোয়ার হুসেন, হান্নান সিদ্দিকী, জেলা সভাপতি আকরামুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, কেন্দ্রিয় দাবি আদায় বাস্তবায়ন কমিটির সদস্য নজরুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি দিলু মিয়া, রাজন আহমদ, ঘোয়াইন কাটা, আজমল আলী, রায়হানুর রহমান, ফাতেমা সুলতানা, এসএম উমর ফারুক, ইমরান আহমদ কাবুল, মিলাদ আহমদ, শাহরিয়ার মিলাদ, সদরুল ইসলাম, বালাগঞ্জ সভাপতি জসিম উদ্দিন, জামিল আহমদ, শহিদ আহমদ কাপ্পু। বিজ্ঞপ্তি