সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট মহানগর শাখার উদ্যোগে ২২ জানুয়ারি বিকাল ৫টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ে দরিদ্র ছাত্র-ছাত্রীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দের সভাপতিত্বে এক সভায় বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক বদরুল আমিন, সঞ্জয় শর্মা, তাহমিনা আহমদ, অমৃত রঞ্জন মোহন্ত, সঞ্জিত শর্মা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, প্রতি বছর বিভিন্ন খাতে শিক্ষা ফি বাড়ছে। এর মধ্য দিয়ে শিক্ষা পরিণত হচ্ছে বাণিজ্যিক পণ্যে। ক্রমাগত সংকোচিত এই শিক্ষা সবার জন্য উন্মুক্ত না করে শুধু ধনীদের স্বার্থ রক্ষা করছে। ‘টাকা যার, শিক্ষা তার’ এই নীতিরই প্রতিফলন। এ ধরনের বাণিজ্যিকের নগ্ন থাবা থেকে শিক্ষাকে বাঁচাতে হলে, সকল শিক্ষার্থীদের সাথে নিজে দুর্বার আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। বক্তারা দরিদ্র শিক্ষার্থী সহ শীতার্ত জনগণের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি