সিলেট আম্বরখানা মণিপুরী পাড়ায় পাঁচ দিন ব্যাপি ২৮তম মহানামযজ্ঞ বাৎসরিক অনুষ্ঠান রবিবার মহানামযজ্ঞ উৎসব হরিনাম লীলা সংকীর্ত্তন সম্পন্ন হয়েছে। সিলেট নগরীর আম্বারখানাস্থ শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর মন্দিরে ২৮তম ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম মহানামযজ্ঞ উৎসবের গতকাল ছিল শেষ দিন। ভক্তরা কীর্তন বের বের করে মণিপুরী পাড়ায় বিভিন্ন বাসা গলিতে প্রদক্ষিণ করে শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর মন্দিরে মিলিত হন। এদিকে মহানামযজ্ঞের ৪র্থ দিনে নিশিতা ফুডস্ এর আয়োজনে গত শনিবার রাতে কলিহত জীবনের দু:খমোচন ও শান্তি লাভের একমাত্র উপায় হরিনাম সংকীর্ত্তন। এই আনন্দঘন হরিনাম মহাযজ্ঞানুষ্ঠানে সনাতুন ভাবনা ও সংস্কৃতি বিষয়ে সুরের মূর্ছনায় শ্রতিমধুর সঙ্গীতের মুগ্ধতায় কীর্ত্তন প্রাঙ্গণ মাতিয়ে তুলেন বাংলাদেশের খ্যাতিমান কন্ঠশিল্পী নকুল কুমার বিশ^াস। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বেনী ভূষন ব্যানার্জী, পুলিশ কর্মকর্তা বিবতী ভূষন, রনঞ্জিত পাল, জ্যোতিক পাল, পথিক পাল, ফটিক পাল, প্রদীপ পাল, স্বপন কর্মকার, সুমন পাল, বজেন্দ্র সিংহ, পরিমল সিংহ, পঞ্চত সিহং, এম এ সালাম খোকন, ওমর মাহবুব, রাসেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি