সিলেট বিভাগীয় সদস্য সম্মেলন সফলের আহবান ইউ.কে জমিয়তের

43

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের মাসিক দায়িত্বশীল বৈঠক শনিবার মারকাজুল উলুম লন্ডনে অনুষ্ঠিত হয়।
জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শোয়াইব আহমদের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক সভায় কার্যকরী কমিটির দায়িত্বশীলগণ অংশ গ্রহন করেন।
বক্তাগণ জমিয়তে উলামায়ে ইসলামের বিশ্বব্যাপি রাজনৈতিক কার্যক্রমের অসাধারণ প্রভাব ও উপকারের কথা উল্লেখ করে বলেন যে জমিয়তের বহুমুখী কার্যক্রম এবং বিশ্বব্যাপি সাংগঠনিক ও রাজনৈতিক তৎপরতার দ্বারা ব্যাপক আশার আলো সর্বত্র সঞ্চারিত হচ্ছে। এজন্য গ্রুপিং ও অনৈক্য ভুলে গিয়ে ইখলাছের সাথে জমিয়তের জাতীয় ও মুলধারার সাথে একাকার থেকে উৎসাহ- উদ্দীপনার সাথে কার্যক্রম চালিয়ে যেতে হবে।সভায় দিক নির্দেশনা মুলক বিশেষ বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সিনিয়র সহ সভাপতি মাওলানা মুফতী আব্দুল মুনতাকিম। আলোচনায় অংশ গ্রহণ করেন সহ সভাপতি মাওলানা আব্দুল মজীদ, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের জয়েন্ট সেক্রেটারী মাওলানা শামছুল আলম কিয়ামপুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সামাদ,সহকারী ট্রেজারার মুফতি মুতাহির সিদ্দীক, উপদেষ্টা আলহাজ্ব খালিস মিয়া, আলহাজ্ব আব্দুর রউফ, জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের তাফসিরুল কোরআন বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মোস্তাক আহমদ, যুব বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ হোসাইন আহমদ, নির্বাহী সদস্য হাফিজ রশীদ আহমদ, মোহাম্মদ মধু মিয়া, আশিক আলী, আলহাজ আবুল হোসেন প্রমুখ।
২২ ফেব্র“য়ারি বৃহস্পতিবার সিলেট নগরীর রেজিস্ট্রারী মাঠে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট বিভাগের উদ্যোগে বিভাগীয় সদস্য সম্মেলন কে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি