সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর শাখার উদ্যেগে লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল ২১ জানুয়ারি রবিবার বিকেল ৪টায় আম্বরখানাস্থ সংগঠনের কর্যালয়ের সামনে থেকে মিছিলটি রেব হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার সভাপতি পাপ্পু চন্দের সভাপতিত্বে ও ছাত্র নেতা সঞ্জয় শর্মার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর, বিমানবন্দর থানার সমন্বয়ক প্রনব জ্যোতি পাল, মহানগর ছাত্র ফ্রন্টের নেতা অমৃত রঞ্জন মোহন্ত প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এ দেশের ছাত্র সমাজের দীর্ঘদিনের দাবী সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, একই পদ্ধতির বৈষম্যহীন ও গণতান্ত্রিক শিক্ষা আজও পূরণ হয়নি। উপরন্ত শিক্ষা ক্ষেত্রে সংকট ও বৈষম্য ক্রমইে বেড়ে চলছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা সর্বত্র বেসরকারিকরণ, বাণিজ্যিকীকরণ, সাম্প্রদায়িকীকরণের ফলে গোটা শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। মুষ্ঠিমেয় ব্যবসায়ী ও লুটেরা ধনিক গোষ্ঠির হাতে শিক্ষাকে মোনাফা লুটের আয়োজন করে সরকার হাত গুটিয়ে নিয়েছে। ছাত্র-শিক্ষক সম্পর্ক হয়ে পড়েছে ক্রেতা-বিক্রেতার লেনদেনের সম্পর্কে।
বক্তারা, মদনমোহন কলেজকে সরকারীকরণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন এম. সি কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবী জানান ও শিক্ষার বাণিজ্যিকীকরণ, সাম্প্রাদায়িকীকরণ ও প্রশ্নপত্র ফাঁস রুখে দাঁড়ানো জন্য ছাত্র সামজের প্রতি আহবান জানান। বিজ্ঞপ্তি