গোয়াইনঘাট থেকে সংবাদদাতা :
জাফলংয়ে পাথর কোয়ারিতে কর্মরত পাথর শ্রমিক ও পাথর ব্যবসায়ীদের কোয়ারিতে কাজ করার নিরাপত্তা ঝুঁকি, দুর্ঘটনা হ্রাস ও শ্রম আইন বিষয়ক অবহিতকরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জাফলংয়ের মামার বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। পূর্ব জাফলং ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু’র সভাপতিত্বে ও গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার ওসি (তদন্ত) হিল্লোল রায়, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামছুল আলম, ইউপি সদস্য আব্দুল কাদির, উপজেলা শ্রমিক সমিতির সম্পাদক আব্দুল করিম, জাফলং-বল্লাঘাট শ্রমিক সমিতির সম্পাদক আব্দুছ সালাম, প্রজন্ম জাফলংয়ের সভাপতি রিপন আহমেদ। সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন যুবলীগ নেতা নাজমুল হোসাইন নাজিম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাফলং আওয়ামীলীগের আহ্বায়ক মিনহাজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন মেনন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এম নিজাম উদ্দিন, জাফলং পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি রহিম খাঁ, সহ সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জাফলং যুবলীগের আহ্বায়ক আফাজ উদ্দিন, জাফলং ট্রাক চালক সমিতির সভাপতি ফয়জুল ইসলাম, তামাবিল স্থল বন্দর শ্রমিকলীগের সম্পাদক ইমরান হোসেন সুমন, আমাদের যাত্রা ফাউন্ডেশন এর চেয়ারম্যান আন্নু মালিক লিটন প্রমুখ।