গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা :
গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মীপাশা থেকে একটি তাজা গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। লক্ষ্মীপাশা গ্রামের জাকির হোসেন নামে এক ব্যক্তির পুকুর খোঁড়ার সময় গ্রেনেডটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়া হলে সন্ধ্যায় খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এএসআই জাকির হোসেন একদল পুলিশ নিয়ে গ্রেনেন্ডটি উদ্ধার করেন। খবর পেয়ে রাত ১০টায় সিলেট র্যাব- ৯এর এ্যাডিশনাল এসপি মনিরুজ্জামানের নেতৃত্বে র্যাবের বিশেষ একটি দল গ্রেনেডটি পর্যবেক্ষণে আসেন। পর্যবেক্ষণকালে জানতে চাইলে র্যাবের পরিদর্শক ইনচার্জ মনিরুজ্জামান বলেন গ্রেনেডটি তাজা এবং গায়ে পি ও এফ লেখা রয়েছে। প্রাথমিক ধারণা গ্রেনেডটি পাকিস্তান আমলের। সেনাবাহিনীর মাধ্যমে সেটি ধ্বংস করা হবে। এদিকে শামীম আহমদ (৩২) নামে এক ডাকাতকে একটি পাইপগান ও এক রাউন্ড গুলিসহ আটক করেছে থানা পুলিশ। সে জৈন্তাপুর থানার ফেরিঘাট কৈনাখাই গ্রামের মৃত ইয়াছিন আলীর পুত্র। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গোলাপগঞ্জ মডেল থানার অপারেশন ইন্সপেক্টর দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বাঘা ইউপির বটরতল বাজার সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে আটক করা হয়। পুলিশ জানিয়ে সে ওই সময় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে অস্ত্র ও একটি কার্তুজসহ আটক করে। গোলাপগঞ্জ মডেল থানার ওসি একেএম ফজলুল হক শিবলী জানিয়েছেন আজ শুক্রবার থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।