“মধু মাসে ফল উৎসবে, নতুনত্বে জাগি আমরা সবে” এই শ্লোগান কে সামনে রেখে দেশ-বিদেশের বিভিন্ন ধরনের প্রায় অর্ধশত জাতের ফলমূল নিয়ে রবিবার সকালে ব্যতিক্রমী আয়োজন করে সিলেট উইমেন্স মডেল কলেজ।
ফল উৎসব-২০২১ উপলক্ষে কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদারের সভাপতিত্বে এবং কলেজের বাংলা বিভাগের প্রভাষক সৈয়দ আব্দুল হামিদ সজিব ও ইংরেজি বিভাগের প্রভাষক ভারতী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ, রোটারী ইন্টারন্যাশনাল এর ৩২৮২ এর আইপিডিজি লে. কর্ণেল (অব.) এম. আতাউর রহমান পীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ব্যবসা অনুষদের ডীন প্রফেসর ড. তোফায়েল আহমদ, দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সীমান্তিক আইডিয়াল ট্র্র্যেনিং কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মিনহাজুল আবেদীন রিয়াদ, ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জে. এম. এইচ. জে. ফেরদৌস এবং ইএসডি ফাউন্ডেশনের ট্র্র্যাস্টি ফারুক আহমদ। বিজ্ঞপ্তি