জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের বাসিন্দা, প্রবীণ রাজনীতিবিদ, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও এলাকার বিশিষ্ট শালিসি ব্যক্তি আলহাজ্ব সুনাহর আলী সুনু মিয়া (৮০) আর নেই। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত কারণে ভুগছিলেন। গত শনিবার রাত সাড়ে ১২ টার দিকে সিলেট শহরের নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রোববার দুপুরে নিজ গ্রামের বাড়ি চিলাউড়া গ্রামের রসুলপুর শাহী ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এতে হাজারো শোকার্ত জনতা অংশ গ্রহন করেন।
এদিকে-প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব সুনাহর আলী সুনু মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ বিবৃতি দিয়েছেন, লন্ডন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ শাহীদুর রাহমান (শহীদ), জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী রমজান আলী, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সুনামগঞ্জ জেলা জাপা নেতা ডা.আছকির খান, জাপা নেতা ফিরোজ রানা, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক উপদেষ্টা ও জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা. নয়ন রায়, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, সাহিত্য সম্পাদক প্রভাষক মিছলুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মীরজাহান মিজান, দৈনিক মানচিত্র প্রতিনিধি কলি বেগম, দৈনিক সিলেটের দিনরাত প্রতিনিধি আফজাল মিয়া। এছাড়া পৃথকভাবে বিবৃতি দিয়েছেন, সাংবাদিক আবদুল ওয়াহিদ, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া, জেপি নিউজ ডটকমের সম্পাদক রাশিদ আহমদ চৌধুরী মুরাদ ও জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য প্রমুখ। বিবৃতিদাতারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন।