রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়’র ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে আবারো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আফসার আজিজ।
গতকাল (১০ নভেম্বর) বুধবার নগরীর দাড়িয়াপাড়াস্থ রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়’র ম্যানেজিং কমিটির সভাপতি পদে সম্পন্ন হওয়া নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, সিলেট সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বানী মজুমদার। কার্যনির্বাহী কমিটির সদস্যদের প্রদানকৃত সবোর্চ্চ ভোটে সভাপতি পদে নির্বাচিত হন আফসার আজিজ।
নির্বাচন পর্যবেক্ষণ করেন ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি বাবু সুব্রত পুরকায়স্থ। নবনির্বাচিত ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দরা হলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সম্পাদক মো. রফিকুল আলম, সদস্য জীবন চন্দ্র বিশ^াস, দীপিকা রানী রায়, তাহমিনা আক্তার, এসএম আহছানুজ্জামান জামাল, আব্দুল হাফিজ, মো. শামসুল হক, সুমন দে ধ্রুব, শিপ্রা রানী রায়।
বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের অগ্রগতি ও উন্নয়ন মূলক কর্মপরিকল্পনা বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তার সভাপতিত্বে নির্বাচনোত্তর এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ডের কাউন্সিলর বিক্রম কর সম্রাট, সহকারী প্রধান শিক্ষক অসীম রঞ্জন তালুকদার, বিদ্যালয়ের ম্যানেজিং কমটির সাবেক সভাপতি শ্যামল চৌধুরী, তাজ আহমদ লিটন, সিরাজুল ইসলাম, উত্তম চৌধুরী, পিন্টু সরকার, বাবলা দাস, তারেক রহমান, জামাল আহমদ জামাল, তমাল চৌধুরী, শামীম আহমদ, দিবা রানী কর, পিযুষ কান্তি দে, বাপ্পী পাল, জোনাক চৌধুরী, রিপন রায়, ঝর্ণা রায়, মো. আবিদুল হক রুমেন, তপু বিশ^াস, মো. আব্দুল আওয়াল, মো. লিটন আহমদ প্রমুখ। শুরুতে কমিটির নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। উল্লেখ্য গত ৭ নভেম্বর অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি