খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, ‘খেলাফত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। খেলাফায়ে রাশেদার আদর্শের আলোকে আমরা ইনসাফভিত্তিক ও ভারসাম্যপূর্ণ সমাজ গড়তে চাই। এ কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আমরা দলের প্রার্থী হিসেবে মুহাম্মদ দিলওয়ার হোসেনকে মনোনিত করেছি। আশা করি আমরা এক্ষেত্রে ২০দলীয় জোটের সমর্থনও পাব।
খেলাফত মজলিস ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার সংগঠনের ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল খালিকের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা সৈয়দ মোশাহিদ আলী।
উপজেলা শাখার সাধারণ সম্পাদক হোসাইন আহমদের পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্যে খেলাফত মজলিস সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট-৩ আসনের ২০ দলীয় জোটের মনোনয়ন প্রত্যাশী মুহাম্মদ দিলওয়ার হোসাইন বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষেরা আজ নাভিশ্বাসে উঠেছে। তারা এখন পরিবর্তন চায়। এই পরিবর্তনের সারথী হতে আমি জাতীয় নির্বাচনে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করতে চাই। এক্ষেত্রে তিনি নির্বাচনী এলাকায় লোকজনের সার্বিক সহযোগিতা কামনা করেন।’
সম্মেলনে আরো বক্তব্য রাখেন- বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আজগর, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সদস্য মাওলানা সালেহ আ্হমদ, দক্ষিণ সুরমা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবদুল্লাহ আল মামুন, শ্রমিক মজলিস সিলেট জেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ূম, সাধারণ সম্পাদক ছাড়াকার মতিউল ইসলাম মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মাওলানা আব্দুল ওয়াহিদ, মাওলানা মুস্তাক আহমদ, মাওলানা সাইদুর রহমান, মাওলানা আব্দুল মালিক, সাইফুর রহমান, জামিল আহমদ, জুনাইদ আহমদ, বুলবুল আহমদ, বাবুল আহমদ, মাওলানা শাহাদত হোসেন, শাহীন আহমদ, রেদওয়ান আহমদ, আব্দুর রহমান, উজ্জ্বল আহমদ, খিজ্জির আহমদ, সুলতান আহমদ, নাইমুর রহমান, আবুল কালাম, আবুল আহাদ, মাওলানা লতিফ, বশির আহমদ, নজির আহমদ, নান্নু মিয়া, মাওলানা শাহিদ আহমদ, আবু সুলেমান প্রমুখ। বিজ্ঞপ্তি