আনসার ভিডিপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

52

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটে ভিডিপি দিবস পালিত হয়েছে। শুক্রবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সিলেট এর উদ্যোগে ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩৮তম জাতীয় সমাবেশের এক বর্ণাঢ্য উদ্বোধনী র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এসে সমাপ্ত হয়।
এ বছর প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী র‌্যালীর প্রতিপাদ্য ছিল ‘ঘরে ঘরে শান্তি চাই, উন্নত সমাজ গড়তে চাই। র‌্যালীতে উপস্থিত ছিলেন, আনসার ও ভিডিপি সিলেট রেঞ্জের উপ-পরিচালক সারোয়ার জাহান চৌধুরী, জেলা কমান্ড্যান্ট মোঃ ফখরুল আলম, সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এএসএম এনামুল হক প্রমুখ। এছাড়াও তৃণমূল পর্যায়ের দুইশতাধিক ভিডিপি সদস্য/ সদস্যা, দলনেতা-দলনেত্রী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি