রমজান আলী রনি
শীতের দিনে সবার ঘরে
শীতের পিঠার ছোঁয়া,
মায়ের হাতে দারুণ শৈলী
নতুন গুড়ের মোয়া।
শিশির ভেজা সতেজ ভোরে
চাদর মুড়ি দিয়ে,
দেশি গুড়ের গরম পিঠা
খাচ্ছি পাতে নিয়ে।
মা,বাবা,ভাই দাদি আর বোন
সঙ্গে আছে সবাই,
শীতের দিনে এমন মজা
কোথায় পাবো মশাই?
মায়ের হাতে শীতের পিঠা
লাগছে ভারী বেশ,
কোথায় পাবে এমন পিঠা
গুণের নেইকো শেষ।