স্টাফ রিপোর্টার :
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইট দুবাই’র একটি উড়োজাহাজ থেকে ৭ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল বুধবার সন্ধ্যায় স্বর্ণের ৬০টি বার উদ্ধার করা হয়। এ সময় বিমানের এক সুইপারকে আটক করা হয়।
ওসমানী বিমানবন্দর সূত্র জানায়, বুধবার বিকেল ৪টা ৫০ মিনেটে দুবাই থেকে আসা ফ্লাইট দুবাই (এফজেড৫৯৫) ওসমানীতে অবতরণ করে। এরপর বাংলাদেশ বিমানের এয়ারক্রাফট সুইপার কারিমুল ইসলাম ওই উড়োজাহাজ পরিচ্ছন্ন করতে যান। এ সময় তিনি বিমানের শৌচাগার থেকে গোপনে স্বর্ণের বারগুলো নিজের জুতার ভেতর ঢুকানোর চেষ্টা করেন। বিমানের অন্য ক্রুরা এটি দেখে কাস্টমস কর্তৃপক্ষকে খবর দেন। পরে কাস্টমস কর্মকর্তারা স্বর্ণগুলো উদ্ধার করে কারিমুলকে আটক করেন।
ওসমানী বিমানবন্দরের সহকারি রাজস্ব কর্মকর্তা তপন কান্তি তালুকদার স্বর্ণ উদ্ধার ও একজনে আটকের তথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।