কানাইঘাট থেকে সংবাদদাতা :
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ আসনের সাংসদ আলহাজ¦ সেলিম উদ্দিন বলেছেন, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার হাওর অঞ্চলের অনাবাদী জমি কৃষি ক্ষেতের আওতায় আনার পাশাপাশি হাওর অঞ্চলে মানুষের জীবন যাত্রার পরিবর্তনের জন্য সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড, পানি সম্পদ মন্ত্রণালয় সহ বিভিন্ন দফতরের উদ্যোগে তার নির্বাচনী এলাকায় একাধিক স্লুইস গেট নির্মাণ এবং হাওর অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য রাস্তা-ঘাটের কোটি কোটি টাকা উন্নয়ন মূলক কর্মকান্ড সাধিত হয়েছে। সেলিম উদ্দিন এমপি গতকাল বুধবার বিকেল ৪টায় কানাইঘাট চতুল হাওরের হারাতৈল খালের ত্রিগাংগা পয়েন্টে পাউবো’র উদ্যোগে ৫ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে সুরমার ডান তীর বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত ৬ বেল্টের পানি সংরক্ষণ স্লৃইস গেট এবং উত্তর হারাতৈল গ্রামের ইসলাম উদ্দিনের বাড়ী হতে উপর বড়াই সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত জেলা পরিষদের অর্থায়নে সিসি ঢালাই রাস্তার কাজের শুভ উদ্বোধন পরবর্তী উপর বড়াই প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এলাকাবাসীর উদ্যোগে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রবীণ মুরব্বী হোসেন আহমদের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য জাপা নেতা কিউএম ফররুখ আহমদ ফারুকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাপার সিনিয়র সহ সভাপতি আব্দুস সহিদ লক্সর বশির, ইউপি সদস্য আজিজুর রহমান মখাই, সাবেক ইউপি সদস্য আফতাব উদ্দিন, হাজী সফর আলী সহ এলাকার বিশিষ্টজন, জাপা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।