প্রখ্যাত অভিনেতা সৈয়দ হাসান ইমাম বলেছেন, সত্যিকার মানুষ হওয়ার জন্য আমাদের লক্ষ্য থাকা উচিত। মানুষ হওয়ার চেষ্টা করেছি বলে অসংখ্য মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছি আমি, যা আমাকে অনুপ্রাণিত করে। তাই জীবনে আমার কোনো লক্ষ্য ছিল না। যখন যেটা ভালো লেগেছে, ভালোবাসার সাথেই তা করেছি। প্রকৃত অর্থে মানুষ হওয়ার চেষ্টা থাকলে জীবনে সুখী হওয়া সম্ভব।
রোটারী ক্লাব অব সিলেট সাউথ-এর উদ্যোগে ক্লাবের ৩০তম অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় সংগীতের মাধ্যমে এবং জাকজমকপূর্ণভাবে আয়োজিত অভিষেক অনুষ্ঠান গত শনিবার জিন্দাবাজারস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অভিষেক অনুষ্ঠান কমিটির চেয়ারম্যান পিডিজি ইঞ্জিনিয়ার এম. এ. লতিফের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রোটারী ডিস্ট্রিক্ট গভর্ণর প্রফেসর ড. মুহাম্মদ তৈয়ব চৌধুরী, ডিজিএন লে. কর্ণেল (অব) এম. আতাউর রহমান পীর, রোটারী লে. গভর্ণর এডভোকেট এম. এ. মালিক।
দুই পর্বে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান জামাল উদ্দিন আহমদ এবং দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট রোটারিয়ান ক্ষমাকান্ত চক্রবর্তী। প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ অনুষ্ঠানে ক্লাবের অভিষেক অনুষ্ঠানের স্যুভেনির’র মোড়ক উন্মোচন করেন। অভিষেক অনুষ্ঠান কমিটির চেয়ারম্যানের শুভেচ্ছা বক্তব্যের পরে বক্তব্য রাখেন বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান জামাল উদ্দিন আহমদ এবং এর পরে বিদায়ী সভাপতি দায়িত্বপ্রাপ্ত প্রেসিডেন্ট রোটারিয়ান ক্ষমাকান্ত চক্রবর্তীর কাছে কলার হস্তান্তর করেন। পরের সেশনে রোটারিয়ান ক্ষমাকান্ত চক্রবর্তীর সভাপতিত্বে সেক্রেটারী রিপোর্ট পেশ করেন বিদায়ী সেক্রেটারী রোটারিয়ান রাজীব আহসান এবং বিদায়ী সেক্রেটারী দায়িত্বপ্রাপ্ত সেক্রেটারী রোটারিয়ান আলী আকবর রাসেলের কাছে ক্লাব চার্টার হ্যান্ডওভার করেন। পরে দায়িত্বপ্রাপ্ত বোর্ডের শপথ পাঠ করান ডিজিএন লে. কর্ণেল (অব) এম. আতাউর রহমান পীর এবং ক্লাবে যোগদানকারী নতুন সদস্যদেরকে কলার পিন পরিয়ে দেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটারী ডিস্ট্রিক্ট জোনাল কো-অর্ডিনেটর রোটারিয়ান জাকির আহমদ চৌধুরী, ডেপুটি গভর্ণর ফারুক আহমদ, এসিস্ট্যান্ট গভর্ণর প্রফেসর ড. তোফায়েল আহমদ, রোটারিয়ান পিপি প্রফেসর জয়ন্ত দাশ, রোটারী ফেনী সেন্ট্রালের পিপি রোটারিয়ান বেলাল উদ্দিন, রোটারী কুমিল্লা সানরাইজ ক্লাবের রোটারিয়ান আবু আজমল পাঠান, রোটারিয়ান পিপি মতিউর রহমান। অনুষ্ঠানে ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দ হাসান ইমাম এবং প্রধান অতিথির বক্তব্যের পূর্বে তাঁর পরিচিতি পাঠ করেন রোটারিয়ান ফয়েজ আহমদ বাবর। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রোটারিয়ান জুবায়ের আহমদ, গীতা পাঠ করেন দেবাশীস চক্রবর্তী, রোটারী প্রত্যয় পাঠ করেন রোটারিয়ান রাজীব আহসান। অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন রোটারিয়ান পিপি মোহাম্মদ বদরুজ্জামান এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মিথিলা দাশ, পুষ্প এবং সুমন বড়–য়া। অনুষ্ঠানে ক্লাবের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান পিপি ড. আর কে ধর, রোটারিয়ান পিপি এডভোকেট ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, রোটারিয়ান পিপি মো. আব্দুল মালিক সুজন, রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার মো. মনতাজির আলী, রোটারিয়ান মো. বেলায়েত হোসেন, রোটারিয়ান আব্দুল মুহিত দিদার, রোটারিয়ান জুবায়ের আহমদ, রোটারিয়ান আসাদুজ্জামান, রোটারিয়ান মো. আশরাফুল হক, রোটারিয়ান অশোক বর্মন অসীম, রোটারিয়ান আতিকুর রহমান চৌধুরী, রোটারিয়ান বিপ্লব চন্দ্র রয়, রোটারিয়ান দিদার ইবনে তাহের লসকর, রোটারিয়ান মো. মোশাহিদ আলী, রোটারিয়ান শামীম আহমদ, রোটারিয়ান বীনা সরকার, রোটারিয়ান জাবেদ আহমদ, রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান খান, রোটারিয়ান মো. হেলাল উদ্দিন, রোটারিয়ান আলিম উদ্দিন, রোটারিয়ান মোহাম্মদ আলী মনজুর, রোটারিয়ান মোহাম্মদ শাহাদাত হোসাইন, রোটারিয়ান কেয়া চক্রবর্তী। এছাড়া অভিষেক অনুষ্ঠানে বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারী এবং ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি