ওসমানীনগর থেকে সংবাদদাতা :
ওসমানীনগরের উপজেলা কমপ্লেক্সের ভূমি গোয়ালাবাজার ও তাজপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থানে দুই ইউনিয়নের সম পরিমাণ ভূমি অধিগ্রহণের করার দাবিতে গতকাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসক রাহাত আনোয়ারের কার্যালয়ে উপস্থিত হয়ে স্মারক লিপি প্রদান করেছেন এলাকাবাসী।
স্মারকলিপিতে উল্লেখ করা হযেছে, ওসমানীনগর উপজেলা ঘোষণার পূর্ব থেকেই উপজেলা কার্যালয়ের স্থান নিয়ে মতবিরোধ দেখা দেয়। এই জটিলতা নিরসনের জন্য ২০১০ সালের ২ ডিসেম্বর উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যানসহ এলাকার সচেতন ব্যক্তিরা এক সভায় মিলিত হন। উক্ত সভায় উপজেলার কার্যালয় স্থাপনের জন্য তাজপুর ও গোয়ালাবাজার ইউনিয়নের মধ্যবর্তি দুলিয়ারবন্দ এবং ইলাশপুর মৌজা থেকে সমান ভূমি অধিগ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়। সম্প্রতি উপজেলার তাজপুর ইউনিয়নের দুলিয়ারবন্দ মৌজা থেকে ৬ একর জমি অধিগ্রহণ করার বিষয়টি জানতে পেরে গোয়ালাবাজার এলাকার বাসিন্দারা ক্ষোভে ফুঁসে উঠেছেন।