২৪-২৬ আগষ্ট সিলেট মডেল স্কুল এন্ড কলেজ (কমিশনার কলেজ), সিলেটে বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনা ও পরিচালনায় দ্বিতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প-২০১৭ শুরু হয়েছে। এই ক্যাম্পে ৪০১জন রোভার স্কাউট, ইউনিট লিডার ও কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
২৫ আগষ্ট শুক্রবার ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়াম, টিবি গেইট, সিলেটে’ ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, বিভাগীয় কমিশনার, সিলেট ও আহবায়ক দ্বিতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘দ্বিতীয় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা স্কাউট ক্যাম্প-২০১৭’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মোহসীন, যুগ্ম সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও জাতীয় উপ কমিশনার (সমাজ উন্নয়ন), বাংলাদেশ স্কাউটস। স্বাগত বক্তব্য দেন আরশাদুল মুকাদ্দিস, নির্বাহী পরিচালক, বাংলাদেশ স্কাউটস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মোহা. আনোয়ার হোসেন, প্রোগ্রাম স্পেশালিষ্ট, ইউনিসেফ, বাংলাদেশ, কামরুল আহসান, পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, প্রফেসর এ কে এম গোলাম কিবরিয়া তাপাদার, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট এবং সভাপতি, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চল, রাহাত আনোয়ার, জেলা প্রশাসক, সিলেট ও সভাপতি, বাংলাদেশ স্কাউটস, সিলেট জেলা ও জেলা রোভার, মুবিন আহমেদ জায়গীরদার, কমিশনার, বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চল। সকাল ৯টায় ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, বিভাগীয় কমিশনার, সিলেট এর নেতৃত্বে বাল্য বিবাহ, নারী নির্যাতন ও যৌতুক প্রতিরোধে সচেতনতামূলক একটি র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে প্রায় ১০০০ জন কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউট ও কর্মকর্তা অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি