পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

20

কাজিরবাজার ডেস্ক :
আজ শনিবার পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি পালিত হবে। এই উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (র.)-এর ওফাত দিবস বিশ্বের মুসলমানদের কাছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত। ‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো। ফাতেহা-ই-ইয়াজদাহম বলতে রবিউস সানি মাসের এগারো-এর ফাতেহা শরিফকে বোঝায়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন ইসলামি সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।
প্রসঙ্গত গত ১৯ ডিসেম্বর বাংলাদেশের আকাশে ১৪৩৯ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা যায়। এই হিসেব অনুযায়ী সারাদেশে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে।