কাজিরবাজার ডেস্ক :
সিলেটে ইতিবাচক ইঙ্গিত দিয়ে গেলেন সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। ভাতিজির বিয়ে উপলক্ষে ৪ দিন সিলেটে কাটিয়েছেন তিনি। গতকাল দুপুরে সিলেট থেকে ঢাকায় ফেরেন। এই সময়ের মধ্যে কাজিটুলার বাসায় ছিলেন তিনি। বাসাতে অবস্থানের সময় ছহুল হোসাইনের সঙ্গে বিচ্ছিন্নভাবে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের দেখা হয়েছে। এছাড়া ভাতিজির বিয়েতে সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তার দেখা হয়েছে।
বিয়ের দাওয়াত পেয়ে গিয়েছিলেন সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ সিনিয়র নেতারা। তাদের নিয়ে ফটো সেশনে অংশ নেন ছহুল হোসাইন। সিলেটে অবস্থানকালে তিনি সময় কাটিয়েছেন আত্মীয়স্বজনদের সঙ্গে। এ সময় রাজনীতিতে নামা নিয়ে স্বজনদের সঙ্গে কথা বলেন।
সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইনের স্বজন ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর জানিয়েছেন- ছহুল হোসাইন তাদের ইতিবাচক ইঙ্গিত দিয়ে গেছেন। বলেছেন- জানুয়ারিতে তিনি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত গ্রহণের আগে তার আলোচনাও হবে বলে জানিয়েছেন। ছহুল হোসাইনকে ঘিরে সিলেট আওয়ামী লীগ পরিবারে নতুন করে মেরুকরণ হতে শুরু করেছে।
স্বজনরা জানান- সিলেটে এবার ছহুল হোসাইন ব্যস্ত সময় কাটিয়েছেন। আর এই ব্যস্ত সময় কাটানোর অন্যতম কারণ হচ্ছে- আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সাক্ষাৎ পর্ব। ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ছহুল হোসাইনের ভাতিজা দেলোয়ার হোসেন সজিব জানিয়েছেন- গতকাল সকাল ১০টার ফ্লাইটে সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন সিলেট ছেড়েছেন। এর আগে শনিবার সিলেটে নেমেই ছহুল হোসাইন সিলেট স্টেশন ক্লাবের নির্বাচন দেখতে যান। সেখানে সিলেটের শীর্ষ পর্যায়ের রাজনীতিবিদসহ বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে দেখা হয়। এ সময় সবাই ছহুল হোসাইনকে রাজনীতিতে নামার আমন্ত্রণ জানিয়েছেন।
এরপর নগরীর মিতা কমিউনিটি সেন্টারে সিলেট আওয়ামী লীগের প্রায় সব সিনিয়র নেতারা এসেছিলেন। তারাও ছহুল হোসাইনের সঙ্গে দেখা করেন। এর বাইরে প্রায় প্রতিদিন ৩ থেকে ৪শ’ নেতাকর্মী দেখা করেছেন। সবাই তাকে রাজনীতিতে নামার আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন- ছহুল হোসাইনের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। ঢাকায় গিয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েও গেছেন। সাবেক এই আইন সচিবের নিজ বাড়ি নগরীর কাজিটুলায়। অভিজাত পরিবারের সন্তান তিনি।
জন্ম পড়ালেখা করেছেন সিলেটে। দীর্ঘদিন তিনি আইন পেশায় সময় কাটিয়েছেন। সর্বশেষ তিনি নির্বাচন কমিশনার হন। এখন তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ডিন হিসেবে কর্মরত রয়েছেন। মূলত ২০০৭ সালে ওয়ান ইলেভেনের সময় থেকে সিলেটে ছহুল হোসাইনের পরিচিতি বাড়ে। সিলেটের সন্তান হিসেবে তিনি সবার কাছে পরিচিতি লাভ করেন।
স্বজনরা জানিয়েছেন- ছহুল হোসাইন জনগণের জন্য কাজ করতে আগ্রহী। এ কারণে তিনি নিজ এলাকার মানুষের উন্নয়ন নিয়ে ভাবছেন। আর এই ভাবনা থেকে তিনি ভোটের মাধ্যমে রাজনীতিতে নামতে চান।