মাধবপুরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

17

হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পচা-বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং ওজনে কম দেওয়ার অভিযোগে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. আল আমিন এই অভিযান পরিচালনা করেন।
মো. আল আমিন জানান, অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি, মিষ্টির দোকানে ওজনে কারচুপি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে পিপাসা মিষ্টান্ন ভান্ডারকে চার হাজার, মেসার্স আজমেরী ট্রেডার্সকে তিন হাজার, একতা ট্রেডার্সকে তিন হাজার এবং জনপ্রিয় ফার্মেসিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে মাধবপুর থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।