স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দানের দাবিতে সুনামগঞ্জে আয়্যুব বখত জগলুলের বিজয় র‌্যালী

37

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা  :
অস্থানীয় নয় আগামী নির্বাচনে সুনামগঞ্জ সদর আসনে স্থানীয় প্রার্থীকে দলীয় মনোনয়ন দানের দাবী জানিয়েছেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ¦ আয়্যুব বখত জগলুল। পাশাপাশি সুনামগঞ্জ ও বিশ^ম্ভরপুর উপজেলাবাসীর প্রতিও অস্থানীয় প্রার্থীদেরকে প্রতিহত করার দাবী জানান তিনি। তার এ দাবীর সাথে একাত্মতা ঘোষনা করে হাজার হাজার নারী পুরুষরা সমবেত হয়েছেন বিজয় র‌্যালীতে। বুধবার বিকেল ৩টায় সুনামগঞ্জ পৌরচত্বর থেকে র‌্যালীটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পূর্বে ও পরে পৌর চত্বরে অনুষ্ঠিত সমাবেশে দুদফায় প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, গুলশান ও ধানমন্ডির দু’একজন ভাড়াটে নেতা দলীয় পদ পদবী ব্যবহার করে মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়ে নিজেদের ভাগ্যের উন্নয়ন সাধন করলেও সুনামগঞ্জ-বিশ^ম্ভরপুরবাসীর কাক্সিক্ষত কোন উন্নয়ন করেননি। সভাপতি সম্পাদকের পদের অপব্যবহার করে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোটা অঙ্কের টাকা নিয়ে যারা মনোনয়ন বাণিজ্য করেছেন তাদেরকে প্রতিহত না করলে রাজনীতি নিয়ন্ত্রণ করবে সন্ত্রাসী চাঁদাবাজরা। জগলুল বলেন হাইব্রীড সভাপতি সম্পাদকদের মনোনয়ন বাণিজ্যের কারণে সুনামগঞ্জ বিশ^ম্ভরপুরে ইউপি নির্বাচনে বিরোধী দলের প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। যারা আওয়ামীলীগের নাম পদবী ব্যবহার করে দলীয় প্রার্থীর শোচনীয় পরাজয়ে এবং বিরোধী দলের প্রার্থীকে নির্বাচিত করার এজেন্ডা বাস্তবায়ন করে তারা কখনও প্রকৃত আওয়ামীলীগার হতে পারে না।
পৌর আওয়ামীলীগ নেতা সৈকতুল ইসলাম শওকতের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট চান মিয়া, এডভোকেট নজরুল ইসলাম শেফু, জেলা যুবলীগের সাবেক আহবায়ক জিতেন্দ্র তালুকদার পিন্টু, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক সাংবাদিক আল-হেলাল, জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ ও জেলা ছাত্রলীগ আহবায়ক আরিফ আহমেদ প্রমুখ।
এ সময় আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী জালাল উদ্দিন জাহান, এডভোকেট শুকুর আলী, এডভোকেট রাধাকান্ত দাশ, এডভোকেট শহীদুল হাসমত খোকনসহ আওয়ামীলীগ যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগের বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।