দোয়ারাবাজারে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন ॥ ১শ কোটি টাকার প্রকল্প গ্রহণের আশ্বাস পাউবো’ কর্তৃপক্ষের

28

দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
দোয়ারাবাজারে সুরমা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে এসে ১০০ কোটি টাকার প্রকল্প গ্রহণের আশ্বাস দিয়েছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। সোমবার বিকালে সুনামগঞ্জ পাউবো’র নির্বাহী প্রকৌশলী আবুবকর এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সরজমিন পরিদর্শন করে প্রকল্প গ্রহণের আশ্বাস দেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, কেন্দ্রিয় জাপা’র সদস্য ও উপজেলা জাপা’র সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, পাউবো’র উপ বিভাগীয় প্রকৌশলী রঞ্জন কুমার দাস, অমিতাপ চৌধুরী, এসও মাহবুব আলম, উপজেলা নদী ভাঙ্গন প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাউবো নির্বাহী প্রকৌশলী আবু বকর বলেন, দোয়ারাবাজার উপজেলা সদর সহ বিস্তীর্ণ এলাকার নদী ভাঙ্গন রোধে ১০০ টাকার প্রকল্প গ্রহণ করা হবে। দ্রুত প্রকল্পের কাজ বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করা হবে। এর আগে নদী ভাঙ্গ রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য জাপা’র কেন্দ্রিয় সদস্য আলহাজ্ব জাহাঙ্গীর আলম গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় করেন। এ সময় তিনি উপজেলার যাতায়াত ব্যবস্থার উন্নয়নসহ নদী ভাঙ্গনরোধে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান। এ সময় প্রেসক্লাব সভাপতি এমএ করিম লিলুসহ উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।