স্টাফ রিপোর্টার :
দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের কালাইরাগে ঝুঁকিপূর্ণ ২০ পাথর কোয়ারি বন্ধ করে দিয়েছে পুলিশ। একই সাথে অবৈধভাবে বোমা মেশিনে পাথর উত্তোলনে ব্যবহৃত ১০টি বোমা মেশিনও ধ্বংস করে দেওয়া হয়েছে। গতকাল রবিবার দিনব্যাপী অভিযান চালিয়ে এসব কোয়ারি বন্ধ ও বোমা মেশিন ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুর রহমান খাঁন।
অভিযানের এক পর্যায়ে কালাইরাগসহ ভোলাগঞ্জ পাথর কোয়ারী এলাকায় বসানো অবৈধ কয়েকটি বাঁশকল বন্ধ করে দেওয়া হয়।
অভিযান শেষে ওসি জানান, টাস্কফোর্সের নিয়মিত অভিযান সত্ত্বেও একটি মহল কালাইরাগে ঝুঁকিপূর্ণ অবস্থায় গর্ত করে বোমা মেশিনের সাহায্যে পাথর উত্তোলন করছিল। কিছুদিন আগে ২জন শ্রমিকের প্রাণহানি হয়েছে। কিন্তু, তাতেও থেমে নেই ঝুঁকিপূর্ণ অবস্থায় পাথর উত্তোলন। এ অবস্থায় সেখানে অভিযান চালিয়ে ঝুঁকিপূর্ণ কোয়ারীগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।