বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। উক্ত সমাবেশ আজ শনিবার বিকাল ৩ টায় রেজিষ্ট্রারী মাঠে অনুষ্ঠিত হবে।
যথা সময়ে উপস্থিত থেকে উক্ত বিক্ষোভ কর্মসূচিকে সফল করার জন্য সিলেট জেলা ও মহানগর বিএনপি সর্বস্তরের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগি সংসঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
শুক্রবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ আজ শনিবারের বিক্ষোভ সমাবেশ সফলের আহ্বান জানান। বিজ্ঞপ্তি