রতন

35

ওহাজেরা সুলতানা হাসি

বাবা-মায়ের একটি ছেলে রতন
পড়া-লেখায় তার নেই তো কোন মন
সারাদিন ঘুরাঘুরি, টাকা ওড়াউড়ি করা
এই তো তার কাজ
নেইতো কোন রুটিন তাতে
সকাল কিংবা সাঁঝ।

খেলা-ধূলা হৈ-হৈল্লোড় আর নাচানাচি
এদিকে পরীক্ষাটা একদম কাছাকাছি।
বাবা বলেন,এবার তো পড়ায় মন দে
পরীক্ষাতে গোল্লা পেলে তার ভার নেবে কে?
কে শুনে কার কথা রতন যেমন তেমন
ব্যস্ত হয়ে থাকে সে হৈ হোল্লোড়ে সারাক্ষণ
হাঁটি হাঁটি পা পা করে পরীক্ষা এলো
বোর্ড-কলম হাতে নিয়ে সে হলরুমে গেল
কিন্ত এ কী প্রশ্নের কোন উত্তর নেইতো জানা
অজানা ভয় তার মনে দেয় কেবলই হানা।
পরীক্ষা গেলো রেজাল্ট এলো পেল আস্ত ডিম
ধিক্কার আর বকাঝকা ভয়ে রতন হিম।
ভাবলো হায় আর তো এমন করে নয়
নিয়ম মাফিক চলবে মেনে করবে সবই জয়।