তুহীন বিশ্বাস :
ত্রিশ লক্ষ শহীদের প্রাণে
অর্জিত এই দেশ
খাঁটি সোনার চেয়েও খাঁটি
আমার-ই বাংলাদেশ।
ওই লাল সবুজের পতাকায়
খুঁজে দেখ তুমি
লেখা আছে বিজয়ের গল্প
স্বাধীনতার পটভূমি।
মাটিতে কান পেতে শুনি
পদধ্বনি শত্রুর
বাতাসে ভাসে লাশের গন্ধ
আর কান্নার সুর।
অন্তর চক্ষু খুলে দেখি যদি
চারদিকে শুধু রক্ত
সন্তানহারা ধর্ষিতা মায়ের
আর্তচিৎকারে তিক্ত।
এ দেশ আমার এ দেশ তোমার
সবাই আমরা স্বাধীন
মুক্তিযুদ্ধ করে ছিনিয়ে এনেছি
নই আর পরাধীন।
বিজয়ের সুরে গেয়ে যাই সবাই
মুক্তির জয়গান
কথা দিলাম, যে কোনো মূল্যে
রাখবো দেশের মান।