বিশ্বনাথে দুটি ট্রান্সফরমার চুরি

24

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের চরচন্ডি গ্রাম থেকে পল্লীবিদ্যুতের দুটি ট্রান্সফরমার চুরি হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার ভোর রাত ৩টার দিকে চড়চন্ডি গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আব্বাস আলীর রাইছ মিলের পাশ থেকে সাড়ে ৩৭ কেভি ও ১০ কেভির দু’টি ট্রান্সফরমার চুরি হয়। এতে ওই রাইছমিলসহ চরচন্ডি গ্রামের প্রায় ৩১টি পরিবার এখন অন্ধকারে রয়েছেন।
বাহাড়া দুভাগের ব্যবসায়ী আরজ আলী জানান, ভোররাতে বিকট শব্দ শুনে তার চিৎকারে চুরেরা পালিয়ে যায়। পরে তিনি বাইরে বেরিয়ে কিছু যন্ত্রাংশসহ ২টি ট্রান্সফরমার দেখতে পান। এসময় আশপাশের লোকজনসহ বিশ্বনাথ পল্লীবিদ্যুৎ অফিসে খবর দিলে এজিএম নাজমুল হাসানসহ বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্বাস আলী জানান, চুরি না হওয়ার জন্য ব্যংকার বেধে রেখেছিলেন কিন্তু কোন লাভ হয়নি। শেষ পর্যন্ত ট্রান্সফরমার দুটি চুরি করেই নিয়ে গেল চোরের দল।
বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম নাজমুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, নিয়ম অনুযায়ী যত দ্রুত সম্ভব সেখানে ট্রান্সফরমার সরবরাহের ব্যবস্থা করা হবে।