স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুরমায় এক ট্রাক চালককে ছুরিকাঘাত করে এক লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে গেছে যাত্রীবেশী ছিনতাইকারীরা। গত রবিবার গভীর রাতে মোগলাবাজার থানার কন্দিয়ারচর এলাকায় এই ছিনতাইর ঘটনা ঘটে। এসময় পুলিশ ধাওয়া করে এক ছিনতাইকারীকে আটক করলেও ছিনতাইকৃত টাকা নিয়ে অপর ছিনতাইকারী পালিয়ে যায়।
আটককৃতের নাম, আলকাছ খা (৩৫) নগরীর কোতোয়ালী থানার কুমারপাড়া ঝর্ণারপাড় বসুন্ধরা-২৩নং বাসার আব্দুল জলিলের পুত্র। পালিয়ে যাওয়া আব্দুর রহমান (৩৫) নগরীর সোনাতলা এলাকায় পাতা মিয়ার কলোনির বাসিন্দা।
পুলিশ জানায়, মোগলাবাজারের মাহমুদাবাদ গ্রামের রিপন মিয়া (২৫) পেশায় একজন ট্রাকচালক। চারদিন ট্রাক চালিয়ে জমানো এক লাখ টাকা জমা করেন তিনি। টাকা নিয়ে নিজ বাড়িতে যাওয়ার জন্য গত রবিবার দিবাগত রাত ২টার দিকে কীন ব্রিজের দক্ষিণ পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন রিপন। রাত পৌনে ৩ টার দিকে (সিলেট-থ-১২-২২৯৫) নং সিএনজি অটোরিক্সায় তিনি ওঠেন। গাড়ীটি মোগলাবাজারের কন্দিয়ারচর এলাকায় পৌঁছার পর অটোরিকশা থামিয়ে দেন চালক আব্দুর রহমান। এরপর পেছনে থাকা যাত্রীবেশী ছিনতাইকারী আলকাছ খা ও আব্দুর রহমান মিলে ট্রাক চালক রিপনের বুকে ছুরিকাঘাত করে তার পকেটে থাকা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে অটোরিকশাযোগে শহরের দিকে পালিয়ে যায়।
পুলিশ আরো জানায়, ঘটনাটি প্রত্যক্ষ করেন আরেক সিএনজি অটোরিক্সাচালক মো. রাজা মিয়া। এ সময় নিজের অটোরিকশা নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করতে থাকেন। এক পর্যায়ে মোগলাবাজারের খালোমুখ বাজারের কাছে থানার টহল দলের এসআই কামাল হোসেন অটোরিক্সার পালিয়ে যাওয়া ও পেছনের আরেকটি অটোরিক্সা থেকে ডাকাত ডাকাত চিৎকার শুনে ছিনতাইকার অটোরিক্সাকে ধাওয়া দিয়ে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের সোনারগাঁ আবাসিক এলাকার ছিনতাইকারী আলকাছ খাকে আটক করে। তবে টাকা নিয়ে অপর ছিনতাইকারী আব্দুর রহমান পালিয়ে যায়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। পলাতক ছিনতাইকারীকে গ্রেফতারে জন্য অভিযান অব্যাহত রাখা হয়েছে।