৭ প্রতিষ্ঠানকে জরিমানা

33

স্টাফ রিপোর্টার :
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানাধীন মেজরটিলা বাজার ও শাহপরান গেইট এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সদর কোম্পানী , সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক মো. ফয়জুল্লাহ এর সমন্বয়ে অভিযানে বিএসটিআই অনুমোদিত না থাকায়, অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রয় এবং ওজনে কম দেওয়ায় ভোক্তা অধিকার আইন এর ৩৭ ধারায় ৬টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়।
এদের মধ্যে ফিজা এন্ড কোং-কে ১২,০০০ টাকা, কাঁচা মিয়ার গরু মাংসের দোকানের মালিককে ৪,০০০ টাকা, সাপা বয়লা হাউজের মালিককে ৩,০০০ টাকা, মাছ ব্যবসায়ী নিজাম উদ্দিনকে ১,৫০০ টাকা, বিলাস হোটেলের ম্যানেজারকে ৪,০০০ টাকা এব, কোয়ালিটি ফুড এর ম্যানেজারকে ৫০,০০০ টাকা ও বেলীফ চাইনিজ রেস্টুরেন্ট এর মালিককে ১৫,০০০ টাকা সর্বমোট ৮৯,৫০০ টাকা টাকা জরিমানা করা হয়।
জরিমানা পূর্বক তাদেরকে ছেড়ে দেওয়া হয়। জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হয়েছে।