রাইজ স্কুল ও ইউরোকিডসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

71

সিলেট নগরীর রয়েল ইন্সটিটিউট অব স্মার্ট এডুকেশন (রাইজ) ও ইউরো কিডস্ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাইজ ও ইউরোকিডস স্কুলের শিক্ষা কার্যক্রম বিশ্বমানের। সামগ্রীকভাবে এই দুটি প্রতিষ্ঠানের কার্যক্রম ব্রিটিশ স্ট্যান্ডার্ট। তিনি বলেন, জনাকীর্ণ শহরে শিশুদের খেলার মাঠ নেই। মা-বাবাও শিশুদের খেলার জন্য সময় দিতে পারেন না। এমন পরিস্থিতিতে এই বিদ্যালয় দুটি শিশুদের প্রাথমিক শিক্ষণ কার্যক্রমে বিরাট অবদান রাখছে। তিনি বলেন, খেলতে খেলতে শিশুরা কিছু শিখলে সহজে তা ভুলে না। শহরে এ ধরনের স্কুলের বেশি প্রয়োজন। স্কুল দুটির সাফল্য কামনা করেন তিনি। পাশাপাশি সিটি করপোরেশন থেকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন।
রাইজ স্কুলের প্রিন্সিপাল ডরেট ওয়াটের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইউরো কিডস ও রাইজ স্কুলের চেয়ারম্যান ফয়সল আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, ম্যানেজিং ডিরেক্টর গোলাম রব্বানি চৌধুরী, ডিরেক্টর ফাহিম আহমেদ চৌধুরী, ইউরো কিডস স্কুলের প্রিন্সিপাল রুশিনা চৌধুরী ।
ইউরো কিডসের শিক্ষক সাবরিনা আক্তার ও রাইজ প্রাইমারী স্কুল কো-অর্ডিনেটর জিনাত মোস্তফার যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করে ইউরোকিডসের ছাত্র নাবিল। পরে সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন অতিথি ও শিক্ষক-শিক্ষার্থীরা। দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনে খেলায় অংশ নেয়। পরে তাদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। রাইজ স্কাউট, মার্শালআর্ট ক্লাব ও সাইক্লিং ক্লাব তাদের বিভিন্ন ধরনের কসরত প্রদর্শন করেন, এতে বিমোহিত হন উপস্থিতিরা। বিজ্ঞপ্তি