মহানবী (সা.) এর আবির্ভাব মহাবিশ্বের জন্য আল্লাহ তায়ালার অশেষ রহমত। তিনি মানবতার সর্বোত্তম আদর্শ, তাঁর পথ ধরে আমাদেরকে সমাজে শান্তি শৃংখলা প্রতিষ্ঠায় অবদান রাখতে হবে। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মাদকাসক্তি সহ সকল মন্দকাজের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মহানবী (সা.) এর আদর্শ আমাদের যাপিত জীবনে কার্যকর করার মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে হবে।
সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লা গতকাল ( মঙ্গলবার) ইসলামিক ফাউন্ডেশনের ঈদে মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত শাহজালাল (রহ.) ডিওয়াই কামিল মাদরাসার উপাধ্যক্ষ আবু ছালেহ মো. কুতুবুল আলম, আলোচনা পেশ করেন জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতি সিলেটের সভাপতি মাওলানা নুরুল আমিন।
ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মুহাম্মদ আব্দুল বাকীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী শফিকুর রহমান, হামদ না‘ত পরিবেশন করেন আবিদ হাসান। আলোচনা সভার শেষে মোনাজাত পরিচালনা করেন হযরত শাহজালাল (রহ.) ডিওয়াই কামিল মাদরাসার উপাধ্যক্ষ আবু ছালেহ মো. কুতুবুল আলম।
উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন সপ্তাহব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করে। অনুষ্ঠান মালার মধ্যে ছিলো প্রতিযোগিতা, সবিনাখতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল। বিজ্ঞপ্তি