ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিভাগীয় নগরী সিলেটে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সিলেট জেলা বার হল-২ এ সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো. নিজাম উদ্দিনের পরিচালনায় দুুপুরে অনুষ্ঠান শুরু হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক এডভোকেট সাহারা খাতুন এমপি, সদস্য সচিব ব্যরিস্ট্রার শেখ ফজলে নূর তাপস এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আইন সম্পাদক এডভোকেট শ.ম রেজাউল করিম, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক এডভোকেট মো. নুরুল ইসলাম সুজন এমপি, এডভোকেট সানজিদা খানম এমপি, এডভোকেট মো. মাহবুব আলী এমপি, এডভোকেট এ এম আমিন উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী ও শেখ হাসিনার নেতৃত্বে অনুগত আইনজীবীদের নিয়ে সারা বাংলাদেশে ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’ নামের একটি সংগঠন গঠনের অধীনে আসার আহ্বান জানান। একই সাথে গঠনতন্ত্র অনুযায়ী নির্দিষ্ট হারে একশত টাকা চাঁদা দিয়ে আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত সদস্য সংগ্রহ অভিযান চলবে বলেও জানান বক্তারা।
বক্তারা আরো বলেন, হাইব্রিড আর লো ব্রিড বুঝি না অবশ্যই যাচাই বাছাই করে সদস্য সংগ্রহ করতে হবে। এতে অনুপ্রবেশকারীরা যেন প্রবেশ করতে না পারে; সেক্ষেত্রে সকলকে সতর্ক থাকতে হবে। তারা বলেন, আমাদের অনৈক্যের কারণে এতদিন সুপ্রিম কোর্টসহ দেশের প্রায় সকল বারই অন্যের দখলে ছিল। ঐক্য গড়েছি এবার দেশের প্রতিটি বারে আমরা বিজয়ী হবো। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ লালা, সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সাবেক সভাপতি একেএম শমিউল আলম, রুহুল আলম চৌধুরী মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক সারোয়ার আহমদ চৌধুরী আবদাল, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি রঞ্জিত কুমার ঘোষ, হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. আফিল উদ্দিন, এডভোকেট এ এস এম আবদুল মুবিন, এডভোকেট মোস্তাক আহমদ, এডভোকেট মনির উদ্দিন, এডভোকেট আব্দুল মালেক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন এডভোকেট আব্দুল মুনেম চৌধুরী, গীতা পাঠ করেন এডভোকেট দিলীপ কুমার দাস চৌধুরী। বিজ্ঞপ্তি