শাহপরানে ছিনতাইকৃত রড ও ট্রাকসহ গ্রেফতার ১

55

স্টাফ রিপোর্টার :
শাহপরান থানা এলাকা থেকে ছিনতাইকৃত ২০টন রড ও একটি ট্রাকসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার দুপুরে ইঞ্জিনিয়ারিং কলেজের পাশ্ববর্তী এলাকা থেকে মালামালসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম- মো: তৌহা মিয়া উরফে শাওন (৩০)। সে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার রূপসী গ্রামের মৃত নূরুল হকের পুত্র। গতকাল পুলিশ গ্রেফতারকৃততৌহা মিয়া উরফে শাওনকে আদালতে হাজির করে। এ সময় শাওন ফৌজধারী কার্যবিধি আইনের ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী প্রদান করার বিষয়টি এসএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ আবদুল ওয়াহাব নিশ্চিত করেছেন।
এসএমপি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত ২৪ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন কাঁচপুরস্থ সিনহা গার্মেন্স এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হতে বিএসআরএম কোম্পানীর রডসহ একটি ট্রাক যার রেজিঃ নং- চট্টমেট্রো-ট-১১-৭২৫২ কতিপয় দুবৃত্ত ছিনতাই করে সিলেটের উদ্দেশ্যে নিয়ে আসে। জিপিএস টেকিং এর মাধ্যমে জানা যায় যে, ছিনতাই হওয়া রড বোঝাইকৃত ট্রাকটি শাহপরাণ (রহ:) থানার ইঞ্জিনিয়ারিং কলেজের আশ-পাশে অবস্থান করছে। এমন খবরের ভিত্তিতে শাহপরাণ (রঃ) থানা পুলিশের একটি দল গত শনিবার সকাল সাড়ে ৮ টা থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করে ২০ টন রডসহ ট্রাকটি উদ্ধার করে এবং ট্রাক ছিনতাইয়ের সাথে জড়িত মোঃ তৌহা মিয়া @ শাওনকে করে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানা ২টি ও ডিএমপি যাত্রাবাড়ী থানায় আরেকটি মামলা বিচারাধীন রয়েছে। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার পূর্বের কেইস পার্টনার মোঃ আনিস মিয়া উক্ত রড ভর্তি ট্রাকটি নরসিংদী জেলার পাঁচদোনা গোলচক্কর নামকস্থানে তাকে ও তার বন্ধু অন্তর বুঝাই করে দেয় এবং ট্রাকটি সিলেট পৌছিয়ে দেয়ার জন্য বলে। ৫ হাজার টাকা পারিশ্রমিক দেবে তন্মধ্যে এক হাজার টাকা নগদ দেয়। সে শনিবার সাড়ে ৩ টার দিকে উক্ত রড বোঝাই ট্রাকটি পাঁচদোনা নরসিংদী হতে চালিয়ে গত পরদিন সকাল ৮টার দিকে সে ও অন্তর ট্রাকটি নিয়া নগরীর কালিঘাট এলাকায় আসে। কালিঘাট এলাকায় তার কেইস পার্টনার মোঃ নজরুল ইসলাম এর সাথে দেখা হয়। সে রড বোঝাই ট্রাকটি শাহপরাণ(রহ:) থানার কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন গ্যারেজের সামনে শেখ ফজিলাতুননেছা মহিলা হোষ্টেলে যাওয়ার কাচা রাস্তার উপর নিয়ে যায় এবং লেবার দ্বারা রড আনলোড করার সময় পুলিশ খবর পেয়ে তথায় উপস্থিত হলে, অন্যান্যরা পালিয়ে যায় এবং পুলিশ মো: তৌহা মিয়া উরফে শাওনকে গ্রেফতার করে। তার তথ্য মোতাবেক অন্তর ও নজরুলকে গ্রেফতার করার জন্য সিলেট শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। কিন্তু তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গতকাল রবিবার ধৃত আসামী মোঃ তৌহা মিয়া উরফে শাওনকে শাহপরাণ(রহ:) থানার ১২৩২ নং সাধারণ ডায়েরী মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে, গ্রেফতারকৃত আসামী ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে যে, ধৃত আসামী একজন কুখ্যাত গাড়ী ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীদের বিরুদ্ধে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানায় মামলা রুজুর কার্যক্রম চলছে বলে জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ আবদুল ওয়াহাব।