আম্বরখানা দর্শন দেউড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে। ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আল ফজল আহমদ এর সভাপতিত্বে ও বিশিষ্ট নাট্যকার আতিক রাহির পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন করেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।
প্রধান অতিথির বক্তব্যে আলম খান মুক্তি বলেন এই বঙ্গবন্ধু কর্নার থেকে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ আগতরা বঙ্গবন্ধু সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আগামীতে এটি বড় আকার ধারণ করবে। তিনি আরো বলেন বছরের শুরুতেই প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দেওয়া একমাত্র সফল রাষ্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়মীলীগ সরকারের পক্ষে সম্ভব হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালেক, এম.এ খান শাহিন, এম. এ. আলী জালালাবাদী, জাকারিয়া হোসেন, আম্বিয়া মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল আক্তার. হিমানি দাস, সিমা ধর, রক্ষি রাণি দাস, সৈয়দা রুজিনা আক্তার, মণিকা দাস, মোছা. হাফছা আক্তার, ফাহমিদা সুলতানা, নাসরিন নাহার, অনুজ তালুকদার। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন স্কুলের ছাত্র আরিফ মিয়া ও গীতা পাঠ করেন সুব্রত দাস সিজন প্রমুখ। বিজ্ঞপ্তি