হবিগঞ্জ থেকে সংবাদদাতা :
নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের মুতাজিলপুর গ্রামে বাড়ীর জায়গার সীমানা নিয়ে পূর্ব বিরোধের জের সালিশ সভায় দু‘পক্ষের লোকের মধ্যে সংঘর্ষ হয়েছেন। এতে উভয় পক্ষের যুবতী ও বৃদ্ধাসহ অন্তত ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুতাজিলপুর গ্রামের (অবঃ) সৈনিক মাহমুদ হোসেন ও একই গ্রামের পাশের ঘরের আব্দুর রহিমের মধ্যে বেশ কিছু দিন ধরে বাড়ীর সীমানার জায়গা বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে একাধিকবার দাঙ্গাহাঙ্গামাসহ পাল্টাপাল্টি মামলা মোকদ্দমা ও চলে আসছিলো। এ অবস্থায় গতকাল শুক্রবার বিকেলের দিকে বিরোধীয় ওই ভূমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে উভয় পক্ষকে নিয়ে বিচার সালিশ সভা বসে। সালিশ চলাকালে আব্দুর রহিমের বক্তব্য প্রদান কে কেন্দ্র করে মাহমুদ হোসেনের লোকজন উত্তেজিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা, চুলপি দিয়ে সংঘর্ষ চলে। প্রায় আধঘন্টা ব্যপী সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহতরা হল, আবুল কালাম (৪৯), আব্দুল খালিক (৭৫), সজ্জাদ মিয়া (৪৫), আবু তাহের (৪০), আব্দুর রহিম (৫৬), রিপা বেগম (১৮), লাকি বেগম (৬০), আশরাফুর রহমান (২৫) ও আব্দুল বাতির (১৮)।