২৩ নভেম্বর বৃহস্পতিবার চেম্বার কার্যালয়ে সিলেট চেম্বার এর উদ্যোগে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও পরিচালক, বাণিজ্য সংগঠন (ডিটিও) মোঃ ওবায়দুল আজম এর সাথে সিলেট চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর সভাপতিত্বে সভায় পরিচালক, বাণিজ্য সংগঠন মোঃ ওবায়দুল আজম বলেন, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, ব্যবসা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে সিলেট চেম্বারের ভূমিকা অনস্বীকার্য। তিনি বাণিজ্যমেলা আয়োজনে সিলেট চেম্বারকে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, বাণিজ্য সংগঠনগুলোকে গতিশীল করার লক্ষ্যে টিও রুল্সকে নতুন আঙ্গিকে সাজানো হবে এছাড়াও যেসব অবৈধ বাণিজ্য সংগঠন প্রকৃত লাইসেন্সপ্রাপ্ত সংগঠনগুলোর কার্যক্রমে বাঁধার সৃষ্টি করছে সেগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের প্রাক্তন সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক সালাহ্ উদ্দিন আলী আহমদ, সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক মোঃ হিজকিল গুলজার, জিয়াউল হক, মাসুদ আহমদ চৌধুরী, পিন্টু চক্রবর্তী, মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), এহতেশামুল হক চৌধুরী, চন্দন সাহা ও আলহাজ্ব মোঃ আতিক হোসেন। বিজ্ঞপ্তি