কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট বাজারে কামার ও স্বর্ণপট্টি এবং সুরমা নদীর ঘাট পরিদর্শন করে সেখানের চরম দুর্গন্ধ পরিবেশ দেখে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ব্যবসায়ীদের আশ^স্ত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। কামারপট্টিতে বসবাসরত ব্যবসায়ীদের একটি অভিযোগের প্রেক্ষিতে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা শনিবার দুপুর ১২টায় কামারপট্টি এবং সুরমা নদীর ঘাট এলাকা পরিদর্শন করেন। এ সময় সুরমা নদীর উপরে নির্মিত ২টি দোকান ঘরে নোংরা পরিবেশে গরু জবাই করে গরুর মলমূত্র সুরমা নদীতে ফেলে দেওয়ার দৃশ্য দেখে গরু জবাইর ২টি দোকান কোটা সাময়িকভাবে তালা মেরে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন। সেই সাথে তিনি মাংস ব্যবসায়ীদের সাথে কথা বলে সুরমা নদীর ঘাট এলাকার ময়লা আবর্জনা সরিয়ে ফেলা এবং সেখানে যত্রতত্র গরু জবাই না করার জন্য বলেন। মাংস ব্যবসায়ী যাতে করে নির্দিষ্ট স্থানে গরু জবাই করতে পারেন এবং কামারপট্টি ও সুরমা নদীর ঘাট এলাকার পরিবেশ সুন্দর রাখতে পৌরসভার মেয়র নিজাম উদ্দিনের সাথে কথা বলে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সবাইকে আশ^স্ত করেন নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুসি কান্ত হাজং, কানাইঘাট থানার সেকেন্ড অফিসার এস.আই স্বপন চন্দ্র সরকার, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বাজার লেসি হাজী কেরামত আলী ও কামার ও স্বর্ণপট্টির ব্যবসায়ীরা।