টিলাকাটার দায়ে এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা

39

স্টাফ রিপোর্টার :
সদর উপজেলার খাদিমপাড়ায় অবৈধভাবে টিলাকাটার দায়ে এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি ট্রাক্টরও জব্দ করা হয়। শনিবার বেলা ১২টার দিকে খাদিমপাড়া ইউনিয়নের দলইপাড়ায় টিলাকাটার সময় একটি ট্রাক্টর আটক করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা। এ সময় টিলাকাটায় জড়িত মখলিছুর রহমান মখলিছ নামে একজনকেও আটক করা হয়। পরে তাকে অবৈধভাবে টিলাকাটার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজাম মুনিরা বলেন, অবৈধভাবে টিলাকাটার বিরুদ্ধে আমাদের এরকম অভিযান অব্যাহত থাকবে। কোনভাবেই কাউকে ছাড় দেয়া হবে না। অভিযানে ২ লাখ টাকা জরিমানা ও একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।