বন ও পরিবাশে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, বর্তমান সরকারের প্রযুক্তি ও সচেতনতায় ফলে গ্রামের মানুষরাও সার্বিক দিকে এগিয়েছে। যেকোন ব্যক্তিই আজ ভালো মন্দের বিচারের মাধ্যমে যথাযথ মর্যাদায় অভিষিক্ত করতে পারদর্শিতা দেখাতে সক্ষম হচ্ছেন। গ্রামীণ জনপদের যোগাযোগ সমস্যাসহ সার্বিক ক্ষেত্রে উন্নয়নের সাধিত হচ্ছে। পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির শাসনামলে অগ্রাধিকার ভিত্তিত্বে গ্রামীণ জনপদের ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। এর ধারাবাহিকতায় আমি লাঙ্গল প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে বালাগঞ্জ-ওসমানীনগর ও বিশ্বনাথের প্রতিটি গ্রামীণ জনপদের খোঁজ খবর নিয়ে উন্নয়নের অক্লান্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। ফলে বিগত পাঁচ বছরে অত্র অঞ্চলের যে উন্নয়ন সাধিত হয়েছে তা বিগত কোন সংসদ সদস্যের আমলেও হয়নি। গতকাল শুক্রবার বিকালে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুরবাজার-কালাবাড়ি বাজার রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী জায়েদুল ইসলাম,উপজেলা জাতীয়পার্টির সদস্য হরেস চন্দ্র দাস, বোয়ালজুর ইউনিয়ন জাপা’র সভাপতি মতছির আলী, সাধারণ সম্পাদক মোর্শেদ আহমদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক দীপক লাল পুরকায়স্থ পলাশ, পূর্ব পৈলনপুর ইউনিয়ন জাপার সভাপতি শেখ ছমরুজ্জামান, সাধারণ সম্পাদক মজাহিদ আহমদ, সমাজকর্মী কাওছার আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি