মৌন বিপ্লবী

20

আবু মোল্লা

বিদ্রোহী বিপ্লবীর বিপক্ষীয়
আমি মৌন বিপ্লবী
আমার প্রতিবাদি সুর
চোখের পানির মত
নির্যাতিত নারীর আর্তনাদের মত
ডাস্টবিনে পড়ে থাকা শিশুর কাঁন্নার মত,

আমার প্রতিবাদী প্রতীক-
ঝুলন্ত ফেলানীর লাশ
ধর্ষিতা নারীর বিমর্ষ মুখ।
বঙ্গবন্ধুর খুন
কবির কলম,কলাম আর কবিতা,

বিদ্রোহী বিপ্লবীর মত
আমি যদি গুম হয়ে যাই
আমি যদি খুন হয়ে যাই
আমার গুমের বদলা নিতে
আমার খুনের বদলা দিতে
আরো কত গুম হবে
আরো কত খুন হবে
আমি তারি ভয় পাই,

প্রাণ বাঁচাতে যদি প্রাণ যায়
প্রাণ দিতে রাজি আমি।
প্রাণ নিতে যদি প্রাণ যায়,
এ প্রাণ আমার (মানুষের) নয়,দানবেরি হবে,

প্রেম বৈরি নয় আমি-
প্রেমের প্রতীক সবুজ জানি
ত্রিভুজ প্রেমের মালী আমি
বিশ্বাসী তারি, মালিক যারে মানি……।।