রাজস্ব আদায় প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে – অতিরিক্ত বিভাগীয় কমিশনার

24

গতকাল সোমবার সন্ধ্যা চেম্বার কনফারেন্স হলে সিলেট চেম্বার ও কাস্টম্স, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, সিলেট এর যৌথ উদ্যোগে রাজস্ব প্রদানের বিধানাবলী শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজম খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টম্স, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, সিলেট এর কমিশনার মোঃ শফিকুল ইসলাম ও কর অঞ্চল-সিলেট এর কর কমিশনার সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আজম খান বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সিংহভাগই পরিচালিত হয় ব্যবসায়ীগণ কর্তৃক প্রদত্ত রাজস্ব থেকে। রাজস্ব আহরণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে দেশের উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়। এজন্য ব্যবসায়ীদেরকে ভ্যাট, ট্যাক্স ইত্যাদি বিষয়ে সচেতন করে তোলা অত্যন্ত জরুরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, পরিচালক এবং ভ্যাট, বাজেট, শুল্ক, কর ও ট্যারিফ সাব কমিটির আহবায়ক মাসুদ আহমদ চৌধুরী, প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা সিএন্ডএফ এজেন্ট গ্র“পের সভাপতি শাহ্ আলম ও সিলেট ক্যাটারার্স গ্র“পের সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী বাবলু। এ সময় উপস্থিত ছিলেন কাস্টম্স, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, সিলেট এর উপ কমিশনার মোঃ পায়েল পাশা, সিলেট চেম্বারের পরিচালক এবং ভ্যাট, বাজেট, শুল্ক, কর ও ট্যারিফ সাব কমিটির যুগ্ম আহবায়ক মোঃ হিজকিল গুলজার, পিন্টু চক্রবর্তী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, হুমায়ুন আহমেদ, মুজিবুর রহমান মিন্টু, সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল হান্নান প্রমুখ। বিজ্ঞপ্তি