বিচার সংশ্লিষ্ট অংশীজনের সাথে সনাক-টিআইবি’র উদ্যোগে কর্মশালা ॥ অধস্তন আদালতের বিচারিক সেবায় দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন চর্চার অঙ্গীকার

15

সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে “বাংলাদেশের অধস্তন আদালত ব্যবস্থা: সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক এক কর্মশালা ২২ জুন ২০১৯, শনিবার, লা রোজ হোটেল, মিরের ময়দান, সিলেটে অনুষ্ঠিত হয়েছে। সনাক সভাপতি আজিজ আহমদ সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন কে. এম. রাশেদুজ্জামান রাজা, সিনিয়র জেলা ও দায়রা জজ, সিলেট। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু দুর্নীতি রোধের মাধ্যমে দেশে সুশাসন ব্যবস্থার উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে অন্যান্য সকল উন্নয়ন অর্থবহ হবেনা। মানসম্পন্ন শিক্ষা, স্বাধীন ও কার্যকর বিচার ব্যবস্থা এবং পরিবেশের ভারসাম্য; এগুলো একটি দেশের উন্নয়নের অন্যতম নির্ধারক হিসেবে কাজ করে বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে টিআইবি একটি ট্রেডমার্ক সংস্থা, যা দেশে ওয়াচডগ হিসেবে ভূমিকা রাখছে। একটি দেশের সুশাসন প্রতিষ্ঠায় এ ধরণের প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিহার্য।
কর্মশালার মুক্ত আলোচনায় সিলেটের বিজ্ঞ বিচারকগণের মধ্য হতে সুচিন্তিত মতামত এবং পরামর্শ প্রদান করেন মো: আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা জজ, অতিরিক্ত জেলা জজ ও দায়রা জজ ১ম আদালত, সিলেট; কাউছার আহমেদ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিলেট; মোহাম্মদ আবু ওবাইদা, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিলেট; কাঁকন দে, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিলেট; মো: ইয়াছির আরাফাত, যুগ্ম মহানগর দায়রা জজ, সিলেট; মোঃ সাহেদুল করিম, যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালত, সিলেট; মো: আবুল কাশেম, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিলেট; মো: জিয়াদুর রহমান, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, সিলেট; মো: মামুনুর রহমান ছিদ্দিকী, (সিনিয়র সহকারী জজ), জেলা লিগ্যাল এইড অফিসার, সিলেট; হোসেন আহমদ, সাধারণ সম্পাদক, সিলেট জেলা আইনজীবী সমিতি, সিলেট; খাদেমুল মিল্লাত মো: জালাল, সরকারি কৌসুলি (জি. পি.), সিলেট, প্রমূখ। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন ইরফানুজ্জামান চৌধুরী, বিভাগীয় সমন্বয়ক, ব্লাস্ট, সিলেট; এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সদস্য সনাক সিলেট; ড. তুলসী কুমার দাস, সদস্য সনাক সিলেটসহ অন্যান্য আইনজীবী, বিভিন্ন এনজিও এবং সনাক প্রতিনিধিগণ। বিজ্ঞপ্তি