সিসিকে’র বর্জ্য ফেলা বন্ধের দাবিতে দক্ষিণ সুরমাবাসীর স্মারকলিপি

23

সিলেট নগরীর দক্ষিণ সুরমার সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পার্শ্ববর্তী পারাইরচক নামক স্থানে সিলেট সিটি কর্পোরেশনের ময়লা-আবর্জনা ফেলার কারণে পরিবেশ ও কৃষি ভূমি, বিল, হাওর ক্ষতিগ্রস্ত হচ্ছে। উক্ত স্থানে ময়লা-আবর্জনা ফেলা বন্ধের দাবিতে সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বরাবরে গত ১২ নভেম্বর রবিবার সকালে স্মারকলিপি প্রদান করেছেন দক্ষিণ সুরমা এলাকাবাসী ও বিল-হাওর কৃষি ভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সিলেট জেলা কৃষকলীগ নেতা শামীম কবির, আওয়ামীলীগ নেতা মতিন মিয়া, সামছুল ইসলাম, জুয়েল আহমদ, সাবেক মেম্বার আব্দুস শহিদ, সমাজসেবী শাহ মোহাম্মদ বদরুজ্জামান, ব্যবসায়ী ফয়সল আহমদ, নোমানুল হক জুনেদ, বদরুল ইসলাম প্রমুখ।
দক্ষিণ সুরমাবাসীর পক্ষে ১০০ জন স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়- দীর্ঘদিন যাবৎ উক্ত স্থানে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ফেলার কারণে পরিবেশ দুষিত হওয়ার পাশাপাশি এই স্থান থেকে ময়লা-আবর্জনা সহ প্লাস্টিক, কাঁচ, সিরিঞ্জ, পলিথিন ব্যাগ কৃষি জমিতে ছড়িয়ে পড়ায় কৃষকরা জমিতে হালচাষ করতে পারেন না এবং জমির উর্বরতা নষ্ট হচ্ছে। তাছাড়াও সিটির বর্জ্য আশপাশের খাল, বিল, ডোবায় ছড়িয়ে পড়ায় দেশীয় প্রজাতির মাছের প্রজনন হ্রাস পাচ্ছে এবং মাছগুলো রোগাক্রান্ত হয়ে পড়ছে। এছাড়াও সিটির বর্জ্য নিকটবর্তী ভাড়েরা বিল অতি প্রাচীন একটি মৎস্য অভয়ারণ্য তথা ঐতিহাসিক জল ধারা যাহা সিসিকে’র ময়লা আবর্জনার কারণে ভরাট হয়ে যাচ্ছে এবং পানি বিষাক্ত হয়ে পুরো হাওর চরম মাত্রার ঝুঁকিতে আছে। এই প্রাচীন বিলটির নিমজ্জিত বর্জ্য অবিলম্বে অপসারণের জন্য কর্তৃপক্ষের কাছে জোরদাবী জানান দক্ষিণ সুরমাবাসী। বিজ্ঞপ্তি