ওসমানীনগর থেকে সংবাদদাতা :
বন ও পরিবেশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, সিলেট-২ আসনে বিগত আওয়ামীলীগ সরকারের এমপির উন্নয়নের তুলনায় এ যাবৎ কালে দ্বিগুণ উন্নয়ন সাধিত হয়েছে। অত্রালাকার মানুষ ও স্থানীয় জনপ্রতিনিধিরা এসব উন্নয়নের সাক্ষী হিসেবে রয়েছেন। বর্তমানেও এই এলাকায় বেশ কয়েকটি রাস্তা সংস্কার ও নতুন করে পাকাকরণসহ কয়েকটি ব্রীজ নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। জাতীয় পার্টি এখন আর মহাজোটে নেই উল্লেখ করে তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বিএনপি নির্বাচন বর্জন করায় গণতন্ত্র ও সংবিধান রক্ষার স্বার্থে জাতীয় পার্টি মহাজোট থেকে নির্বাচনে অংশ নিয়েছিল। এক্ষেত্রে মহাজোট থেকে আমি এই আসনে প্রার্থী হওয়ায় পর আওয়ামীলীগের নেতাকর্মীরা আমাকে সহযোগিতা করেছিলেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আরো বলেন, আমি মহাজোট থেকে এমপি নির্বাচিত হওয়ার পর বালাগঞ্জ, ওসমানীনগর ও বিশ্বনাথের জনসাধারণের কল্যাণে ও এলাকার উন্নয়নে আমার প্রাণপণ চেষ্টা অব্যাহত রয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের আমলে উপজেলা পরিষদ আইন বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমি ওসমানীনগরকে উপজেলায় উন্নীত করতে সক্ষম হয়েছি। ওসমানীনগরকে পূর্ণাঙ্গ উপজেলায় বাস্তবায়নে সরকারের নীতি নির্ধারক পর্যায়ে সার্বক্ষণিক যোগাযোগসহ সকল চেষ্টা অব্যাহত আছে বলেও আশ্বস্থ করেন তিনি। শনিবার বিকেলে ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের পাঁচপাড়া-পড়িয়ারখাই রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এলাকার মুরব্বী আব্দুল মালেকের সভাপতিত্বে ও মিনহাজ আহমদ সাজনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপির সহ-সভাপতি ময়নূল হক চৌধুরী, জেলা পরিষদের সদস্য আশিক মিয়া, উছমানপুর ইউপি চেয়ারম্যান ময়নূল আজাদ ফারুক, পল্লী বিদ্যুৎ সমিতির স্থানীয় পরিচালক আব্দুল মতিন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ওলিউল্লা বদরুল, ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সুফি মাহমুদ। বক্তব্য রাখেন, ইউপি সদস্য হাজি আলমাছ মিয়া, আশিকুর রহমান, আতাউর রহমান, আবু জাফর মো: মুজেফর, বিশ্বনাথ উপজেলা জাপা’র যুগ্ম আহবায়ক একেএম দুলাল, পাঁচপাড়া মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি শাহ্ জাকির আহমদ, মাদরাসার সুপার আলমগীর আহমদ, আওয়ামীলীগ নেতা আখতারুজ্জামান হেলন, স্থানীয় বাসিন্ধা দুলু মিয়া চৌধুরী, রফিক আহমদ চৌধুরী, বদরুল ইসলাম, দুলাল মিয়া, জাপা নেতা মোজাহিদ আহমদ, মুকিত মিয়া, মখলিছ মিয়া, ছাত্রলীগ নেতা পান্না মিয়া, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল তপাদার, শিক্ষক আজাদ মিয়া। অনুষ্ঠানের শুরুতে পরিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নাসির হোসেন ও প্রধান অতিথিকে দেয়া মানপত্র পাঠ করে শুনান রাশেদ আহমদ।